সারাবিশ্ব ব্যাপি তাণ্ডব চালাচ্ছে মহামারি করোনাভাইরাস। ২০১৯ থেকে শুরু হয়ে এখনও চলছে এ মহামারি। এরই মধ্যে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।
করোনা মহামারি ঠেকাতে বিশ্বের সবচেয়ে তৎপর দেশের একটি নিউজিল্যান্ড। কঠোর করোনা নীতি মানার কারণে দারুণ সাফল্যও পেয়েছে তারা। এ নিয়মে বিদেশ থেকে আসা নিজেদের নাগরিক কিংবা অতিথি, সবার জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। আর তা থেকে বাদ যায়নি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলও। ১৪ দিন কোয়ারেন্টিনের মধ্যে এক সপ্তাহ সেলফ আইসোলেশনে থাকতে হয়েছে তাদের। যেখানে রুম থেকে বের হওয়ার কোনো উপায় নেই।
দেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে এটি তামিম ইকবালের প্রথম বিদেশ সফর। শুরুতেই তিনি পড়েছেন কোয়ারেন্টিনে নিজেদের ফিট রাখার চ্যালেঞ্জে। উপায় অবশ্য খুব একটা নেই। তাই নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমে মুভি দেখেই দিন কাটছে। আর তা ভালো না লাগলে ঘুম। এরই মধ্যে ৬ দিন কাটিয়েছেন।
মঙ্গলবার নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, ‘আসলে দিনে সাড়ে ২৩ ঘণ্টাই আমাদের হোটেল রুমের মধ্যে থাকতে হয়। ৩০ মিনিট বাইরে খোলা হাওয়ায় যাওয়ার সুযোগ পাই। সৌভাগ্য যে আমাদেরকে সাইকেল দিয়েছে, আর দেশ থেকে কিছু ব্যান্ড পেয়েছি, যা দিয়ে রুমে কিছুটা ফ্রি হ্যান্ড ব্যায়াম করছি। তবে সত্যি কথা আমার দিন পার হচ্ছে নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইম দেখে। আর ঘুমানো ছাড়া কি আছে। এখনতো কিছু করার নেই। কারণ কারো সঙ্গে দেখা হচ্ছে না। তবে সেলফ আইসোলেশন যতটা কঠিন মনে হয়েছিল ততোটাও না। আশা করি দ্রুতই দিনগুলো শেষ হয়ে যাবে।’
আরআই