নড়াইল সংবাদদাতা
ঘটনাটি নড়াইল জেলা শহরের। পরিচিতদের বেশিরভাগই জানতেন হিরো মুখোরোচক খাদ্য চটপটি বিক্রি করেন।কিন্তু পুলিশের কাছে তথ্য ছিল- চটপটির আড়ালে তিনি মাদকদ্রব্য ইয়াবাও বিক্রি করেন। নিশ্চিত হওয়ার পরেই তাকে নিজেদের জালে আটকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সামনে থেকে ৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১০ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়। হিরো নড়াইল পৌর এলাকার বরাশুলা মহল্লার সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে, তার পুরো নাম মোহাম্মদ হিরো।
ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ হিরোকে আটক করা হয়। চটপটি বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করছিল সে। নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক বেচাকেনার বিষয়ে সঠিক তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার আহবান জানান তিনি।
এফকে/এমকে