শনাক্ত ৩২৩, মৃত্যু এক

০৯ মার্চ ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত একজন মারা গেছেন। এ সময়ে নমুনা পরীক্ষায় রোগটি  শনাক্ত হয়েছে ৩২৩ জনের। শনাক্তের হার এক দশমিক ৯৭। মোট আক্রান্তের মধ্যে এ সময় সুস্থ হয়েছেন দুই হাজার ৮২৪ জন। বুধবার (৯ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে  মোট ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন,মারা গেছেন ২৯ হাজার ৯৭ জন করোনা রোগী। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।  নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ২৮৪টি। শনাক্তের হার ১৪ দশমিক ৩৪।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ২২৫টি,পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৩৭০টি।  মারা যাওয়া একজন পুরুষ, সিলেট বিভাগের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে মারা গেছেন তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর