পায়ুপথে করোনা পরীক্ষা বন্ধের আহ্বান

০৩ মার্চ ২০২১

চীনে প্রবেশ করার পর জাপানের নাগরিকদের পায়ুপথে করোনা পরীক্ষা বন্ধ করার জন্য বেইজিংকে আহ্বান জানিয়েছে টোকিও। এই পদ্ধতিতে পায়ুপথে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার বিষয়টি নিয়ে অনেকে অভিযোগ করে বলেছেন, এতে করে তারা ‘মানসিকভাবে পীড়ায়’ ভোগেন।  

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাৎসুনোবো কাতো এ প্রসঙ্গে বলেন, ‘চীনে আমাদের দূতাবাসে অনেক জাপানি নাগরিক অভিযোগ করেছেন যে পায়ুপথে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের এবং বিষয়টি তাদের জন্য চূড়ান্ত রকমের মানসিক পীড়াদায়ক।’ 

বিবিসি


মন্তব্য
জেলার খবর