মন্তব্য
সেনা অভ্যুত্থানের এক মাস পেরিয়ে গেলেও, এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার।
শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলিতে বহু হতাহতের পর ক্রোধ যেন আগুনে রূপ নিয়েছে বিক্ষোভকারীদের। মঙ্গলবারও মিয়ানমারের বিভিন্ন শহরে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
গেল কয়দিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও দেশটির প্রধান শহরগুলোতে পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ শুরু করলে, বাধা দেয় দাঙ্গা পুলিশ। এতে, মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়, ইয়াঙ্গুন ও দাওয়েই শহর।