মন্তব্য
দখল করা জেরুজালেমের উত্তরপূর্ব দিকে ইসাউইয়া এলাকায় সোমবার বুলডোজার দিয়ে ফিলিস্তিনি নাগরিক হাতিম হুসেইন আবু রায়ালার বাড়ি গুঁড়িয়ে দেয় ইসরায়েলিরা।
পঙ্গুত্বের কারণে বহু বছর ধরে হুইলচেয়ারে ‘বন্দি’। রায়ালা তিলে তিলে জমানো অর্থে তৈরি করেছিলেন স্বপ্নের বাড়ি।
কিন্তু সেই সুখ স্থায়ী হতে দিল না ইসরায়েলি দখলদার সেনাবাহিনী। একবার-দু’বার নয়, অন্তত চারবার তারা গুঁড়িয়ে দিয়েছে এ পঙ্গু ফিলিস্তিনির বাড়িটি।
মিডল ইস্ট মনিটর