দুর্যোগে প্রাণহানি এক ডিজিটে নামিয়ে এনেছে সরকার: প্রধানমন্ত্রী

০৯ মার্চ ২০২২

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে তার সরকার দুর্যোগে প্রাণহানি এক ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে এনেছে, আর দুর্যোগের আগাম সতর্কতা ও দৈনন্দিন আবহাওয়া বার্তা জানতে মোবাইলে ১০৯০ (টোল ফ্রি) আইভিআর পদ্ধতি চালু করেছে। ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে বিষয়টি জানান।

১০৯০ (টোল ফ্রি) আইভিআর পদ্ধতির সুবিধা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এতে ঘূর্ণিঝড়, বন্যা, বজ্রপাত, শৈত্যপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ করা যাচ্ছে। এতে জনগণকে সুরক্ষিত রাখতে ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার সক্ষমতা অর্জিত হয়েছে।  

প্রধানমন্ত্রী আরও জানান, দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দেশের ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় টেকসই ও আধুনিক বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে । বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সমর্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর