সূচক ও লেনদেনের উত্থান

০৩ মার্চ ২০২১

মঙ্গলবার  ( ২মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ শেয়ারদর বাড়ায় সব সূচকের উত্থান হয়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায়  লেনদেন বেড়েছে ২১৫ কোটি ৯৪ লাখ ৯ হাজার কোটি টাকা। শেয়ার লেনদেন হয় মোট ৩৫৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৩৩টির, কমেছে ৪২টির এবং বাকি ৮৪টির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

 

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৮৩৩ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, সোমবার এর পরিমাণ ছিল ৬১৮ কোটি ৪০ হাজার টাকা। মঙ্গলবার ২১ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৬৯টি শেয়ার এক লাখ ৫৬ হাজার ৩৯৪ বার হাতবদল হয়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে। প্রধান সূচক ডিএসইএক্স ৮১ দশমিক ৪৪ পয়েন্ট  বেড়ে পাঁচ হাজার ৫০৮ দশমিক ২৬ পয়েন্টে পৌঁছায়,ডিএসইএস  সূচক ১৬ দশমিক ৬৬ পয়েন্টবেড়ে এক হাজার ২৪৫ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে, আর ডিএস৩০ সূচক ৩৮ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ১০৮ দশমিক ১৫ পয়েন্টে স্থির হয়।  দিন শেষে বাজার মূলধন দাঁড়ায় চার লাখ ৭২ হাজার ২৮৮ কোটি ৪৪ লাখ চার হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। দর বৃদ্ধির শীর্ষে ছিল দি পেনিনসুলা চিটাগং লিমিটেড।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর