এডিপির সংশোধনী প্রস্তাব অনুমোদন

০৩ মার্চ ২০২১

টাকার অঙ্ক কমিয়ে চলতি অর্থবছরের (২০২০-২১)  বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। অনুমোদিত এডিপির আকার দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা।মঙ্গলবার (৩মার্চ) এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনলাইন বৈঠকে  গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা অংশ নেন।  

 

সংশোধিত এডিপিতে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি এবং বৈদেশিক উৎস থেকে  ৬৩ হাজার কোটি টাকা অর্থায়ন করা হবে। অবশ্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ১১ হাজার ৬২৮ কোটি ৯০ লাখ টাকাসহ সংশোধিত এডিপির আকার দুই লাখ ৯ হাজার ২৭১ কোটি ৯০ লাখ টাকা। সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তা খাতে কমছে সাড়ে সাত হাজার কোটি টাকা।  এতে দারিদ্র্য বিমোচনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।  স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতে ১৪ হাজার ৯২১ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মূলতঃ করোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতকে সংশোধিত এডিপিতে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ উৎপাদন, আইসিটি শিক্ষার উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ, যেমন—ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি ইত্যাদির ক্ষয়ক্ষতি পুনর্বাসন সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে। মোট প্রকল্প এক হাজার ৮৮৬টি। এরমধ্যে স্বায়ত্তশাসিত সংস্থার ১০১টি প্রকল্প রয়েছে। ১০টি মন্ত্রণালয় ও বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 

 

এমকে


মন্তব্য
জেলার খবর