রাখির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

০৩ মার্চ ২০২১

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন দিল্লির এক ব্যক্তি। ৬ লাখ রুপির প্রতারণার অভিযোগে রাখি ও তার ভাইয়ের নামে বিকাশপুরী থানায় অভিযোগ দায়ের করেছেন শৈলেশ শ্রীবাস্তব নামে ওই ব্যক্তি।

শৈলেশ শ্রীবাস্তবের কাছ থেকে রাখির ভাই রাকেশ সাওয়ান্ত এবং তার এক বন্ধু রাজ খাতরি ৬ লাখ রুপি ধার নেন। ব্যবসা করে তাকে ৭ লাখ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা নেওয়া পর পাল্টি দেন রাকেশ ও রাজ। 

জি নিউজ


মন্তব্য
জেলার খবর