শরীর চর্চায় ব্যস্ত জয়!

০৩ মার্চ ২০২১

ঢালিউড স্টার কিড আব্রাম খান জয়। শাকিব খান-অপু বিশ্বাসের পুত্র। এবার শারীরিক কসরৎ করে আলোচনায় ছোট্ট জয়।

২৮ ফেব্রুয়ারি আব্রাম খান জয় নামের পেজ থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। তাদের দেখা গেছে, জিমে গিয়ে শরীরচর্চা করছে জয়। 

ভিডিওতে ফুল হাতা শার্ট ও কালো প্যান্টের সঙ্গে নীল রঙের জুতা পরিহিত দেখা গেছে জয়কে। জিমে বাজছে বিদেশি গান। সে গানের তালেই শরীরচর্চার চেষ্টার করছে সে। 


মন্তব্য
জেলার খবর