মন্তব্য
মেয়ে আইরাকে নিয়ে বই লিখেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভ্রমণবিষয়ক এই বইটির নাম ‘আইরা আর মায়ের অভিযান‘। ‘লাইট অব হোপ’ নামের একটি সংস্থা এবারের বইমেলায় প্রকাশ করবে বইটি। এমনটাই জানিয়েছেন মিথিলা।
বইটি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন মিথিলা। বইয়ের প্রচ্ছদ শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘প্রথম শিশুতোষ সিরিজ বই ‘আইরা আর মায়ের অভিযান’ এবারের বই মেলায় আসছে।’ সিরিজ আকারে প্রকাশ হবে বইটি। প্রথম সিরিজ ‘তানজানিয়ার দ্বীপে’।