মন্তব্য
দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ওই বিমানের দুই পাইলটও রয়েছেন। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় বিমানটিতে ২৪ জন আরোহী ছিল।
বিমানটি দক্ষিণ সুদানের জংলেই রাজ্যের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়। মঙ্গলবার রাতে পিয়েরে থেকে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বাণিজ্যিক বিমানের সব আরোহীর মৃত্যু হয়েছে।
বিমানটি রাজধানী জুবা থেকে পিয়েরেতে গিয়েছিল এবং পুনরায় জুবাতে ফিরে আসার উদ্দেশে যাত্রা করেছিল। রাজ্যের গভর্নর এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।