৭ দিনের কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবে আ.লীগ

০৯ মার্চ ২০২২

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ উপলক্ষে টানা ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে তাঁর দল আওয়ামী লীগ। বুধবার (৯ মার্চ) রাজধানী ঢাকার ধানমণ্ডিতে দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বঙ্গবন্ধুর জন্মদিনেই শুরু হবে তাদের কর্মসূচি। নিজেদের সহযোগি ও অঙ্গ সংগঠন নিয়ে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে আছে- ১৭ মার্চ সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, অর্পণ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিন বিকালে আলোচনা সভা হবে। সেখানেও থাকবেন শেখ হাসিনা। ১৮ মার্চ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, ১৯ মার্চ ছাত্রলীগ, ২০ মার্চ শ্রমিক লীগ, ২১ মার্চ কৃষক লীগ, ২২ মার্চ যুব লীগ, ২৩ মার্চ যুব মহিলা লীগ, ২৪ মার্চ মহিলা আওয়ামী লীগ ও ২৫ মার্চ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা  হবে। আলোচনার সভার বাইরে ১৯-২৫ মার্চ পর্যন্ত টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে সাত দিনব্যাপী লোকজ মেলা  হবে, হবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

এমকে


মন্তব্য
জেলার খবর