মন্তব্য
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ফুলে ফুলে মঞ্চ সাজানো, সামনে বিশাল কেক, অতিথিরাও এসে হাজির, ওদিকে বিয়ের পোশাকে প্রস্তুত কনে। শুধু নেই বর। ওই নারী বিয়ে করছেন নিজেকেই!
ওই নারীর নাম মেগ টেইলর মরিসন। থাকেন আটলান্টায়। সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় নিজেকেই বিয়ে করেছেন তিনি। তার এভাবে বিয়ে করার প্রাথমিক কারণ ছিল- অন্য লোকদের খুশি করার চেষ্টা থেকে নিজেকে দূরে সরানো এবং বাকি সব কিছুর আগে নিজেকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত।
৩৫ বছর বয়সী এ নারীর খুব ইচ্ছা ছিল, তিনি ২০২০ সালের হ্যালোউইনে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে দুঃখজনকভাবে গত বছরের জুনেই প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার।
মেট্রো