দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (১৩ মার্চ) অনুষ্ঠেয় ধারাবাহিক এ সংলাপে নির্বাচনের বিভিন্ন কৌশল সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের মতামত নেবে ইসি। সংলাপের শুরুতে শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করবে তারা। বুধবার (৯ মার্চ) সাংবাদিকদের এমন তথ্য জানান নবনিযুক্ত অন্যান্য নির্বাচন কমিশনারদের একজন মো. আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন তার কর্মকৌশলও ঠিক করবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্বচ্ছতা নিয়েই কাজ করতে চায় ইসি।
জানা গেছে, পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে এ সংলাপ হবে। নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপ করার চিন্তা আছে ইসির। প্রথম দিনের সংলাপের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক এবং কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্যদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
প্রসঙ্গত, এর আগের তিনটি নির্বাচন কমিশনও দায়িত্ব নেওয়ার পর অংশীজনদের সঙ্গে সংলাপ করেছিল। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষের পর গত ২৭ ফেব্রুয়ারি হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন শপথ নেয়। এরপর এখনও সেই অর্থে এ কমিশন তাদের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেনি বলে জানা গেছে।
এমকে