মন্তব্য
ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আঁকা ছবি ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’ বিক্রি করে দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। নিলামে এই চিত্রকর্মটির দাম উঠেছে ৮২ কোটি টাকা।
২০১১ সালে ব্র্যাড পিট এই দুর্লভ চিত্রকর্মটি জোলিকে উপহার দিয়েছিলেন। ১৯৪৩ সালের জানুয়ারিতে ক্যাসাব্লাংকা কনফারেন্সের পর এই ছবিটি এঁকেছিলেন উইনস্টন চার্চিল।
বিবিসি