মন্তব্য
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী হার্ষদীপ কৌর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার নতুন এই অতিথিকে স্বাগত জানিয়েছেন হার্ষদীপ কৌর ও মানকিত সিং দম্পতি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নতুন অতিথির আগমণের সুখবরটি জানিয়ে হার্ষদীপ কৌর লিখেছেন, “স্বর্গের একটি টুকরো এই পৃথিবীতে নেমে এসেছে। যে কিনা আমাদের বাবা-মা বানিয়েছে। আমাদের জুনিয়র সিং চলে এসেছে।”