২৪ ঘণ্টায় ৬১৪ জনের করোনা শনাক্ত 

০৪ মার্চ ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ৫ জন, সুস্থ হয়েছেন ৯৩৬ জন। করোনা শনাক্তের হার ছিল তিন দশমিক ৭৪।বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জনের। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪২৮ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬টি। শনাক্তের হার ১৩ দশমিক ৪০।

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৪৫৮টি, পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪১৪টি। মৃতদের মধ্যে পুরুষ ৪ জন ও  নারী একজন। সবাই হাসপাতালে মারা গেছেন। ঢাকা বিভাগে ৩ জন আর  চট্টগ্রাম বিভাগে ২ জন মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর