টিকা নিলেন সাড়ে ৩৪ লাখের বেশি মানুষ

০৪ মার্চ ২০২১

সারাদেশে ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন করোনার টিকা নিয়েছেন।এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৭৮৪ জনের। বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ৭ ফেব্রুয়ারি করোনার টিকাদান শুরু হয়।শুক্রবার বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই কর্মসূচি চলছে। শুক্রবার টিকা দেওয়া হয় না।

 

টিকা গ্রহণে নারীর চেয়ে এগিয়ে আছেন পুরুষ। পুরুষ টিকা নিয়েছেন ২২ লাখ ২১ হাজার ২৬৯ জন, আর নারী ১২ লাখ ৩৮ হাজার ৮৯০ জন।বিভাগভিত্তিক ঢাকায় ১০ লাখ ৬৯ হাজার ৩৯১ জন, ময়মনসিংহে এক লাখ ৪৬ হাজার ৯৮৫ জন, চট্টগ্রামে সাত লাখ ৪৮ হাজার ৭৪৯ জন, রাজশাহীতে তিন লাখ ৭৭ হাজার ৬৪১ জন, রংপুরে তিন লাখ ১৪ হাজার ৭৩৫ জন, খুলনায় চার লাখ ৩৫ হাজার ৪৮৫ জন, বরিশালে এক লাখ ৬০ হাজার ৭৭১ জন এবং সিলেটে দুই লাখ ছয় হাজার ৪০২ জন করোনার টিকা নিয়েছেন।

 

অধিদফতর জানায়, বুধবার টিকা নিয়েছেন এক লাখ ১৮ হাজার ৬৫৪ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৯১৪ জন, নারী ৪৭ হাজার ৭৪০ জন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর