দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ

০৯ মার্চ ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার ( ৯ মার্চ) বেলা ১১ টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ করে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ মিছিল করতে গিয়ে দলটির স্থানীয় নেতাকর্মীদের পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করেছে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা। পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ হয়।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেল্লাল উদ্দিন আহম্মেদ, ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমাইন কবির সোপান প্রমুখ। এদিকে জেলার মনপুরা উপজেলায় একই দিন সকালে হাজীর হাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে একই ধরণের সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর