১০ দিনে আনতে হবে আমদানির চাল

০৪ মার্চ ২০২১

দরপত্রের বিজ্ঞাপন প্রকাশের পর আগে ৪২ দিন সময় পেলেও এখন থেকে ১০ দিনের মধ্যে আমদানির চাল দেশে আনতে হবে। বুধবার (৩ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই  সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চাল আমদানির লক্ষ্যে এই প্রস্তাব করা হয়। বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব পড়েছে  খাদ্য অধিদফতরের কাঁধে। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার বলেন, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাড়ে পাঁচ লাখ টন খাদ্যশস্য টেন্ডার না জিটুজির আওতায় আনা হবে তা অবশ্যই উদ্যোগী মন্ত্রণালয় (খাদ্য মন্ত্রণালয়) সরকারের নিয়মনীতি অনুযায়ী প্রক্রিয়াকরণ করবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর