নদীর বালু বিক্রি: লাখ টাকা জরিমানা ব্যবসায়ীর

০৪ মার্চ ২০২১

 

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড়ে নদী খননের বালু অবৈধভাবে বিক্রি করার দায়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকি হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। আশরাফুল ইসলাম সদর উপজেলার মালিপাড়া এলাকার আকবর আলীর ছেলে।

 

জানা গেছে, রামেরডাঙ্গা শহর রক্ষা বাধ পয়েন্টে করতোয়া নদী খননের কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। খননের বালু বিক্রির কোন সিদ্ধান্ত না হলেও আশরাফুল ইসলাম সেই বালু বিক্রি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় আমিনুল ইসলাম। অভিযোগের সত্যতা পাওয়ায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১১ ও ১৬ ধারায় দোষী সাব্যস্ত করে এই আদেশ দেন তিনি।

 

এএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর