বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে প্রেমিকার করা ধর্ষণ মামলায় প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে থানায় মামলা হওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের নাম আব্দুল্লাহ আল নোমান(২২)। সে শেরপুর পৌর শহরের স্যান্যালপাড়া এলাকার উলিপুর আমেরিয়া সমতুল্যা স্নাতকত্তোর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারির ছেলে ও শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, গত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে একটি অনুষ্ঠানে ভুক্তভোগীর সঙ্গে আব্দুল আল নোমানের পরিচয় হয়। এরপর ফেসবুক ও মোবাইলে আলাপচারিতায় প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। একই বছরের অক্টোবর মাসে নোমানের বাবা অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সুযোগে নিজেদের ফাঁকা বাড়িতে প্রেমিকাকে ডেকে আনে নোমান। সেখানেই প্রথমে এ ঘটনা ঘটে। এরপর গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় প্রেমিকার বাড়িতে কেউ না থাকায় সেখানে যায় নোমান, সেখানেও এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে। পরে প্রেমিকা বিয়ের কথা বললে তালবাহানা করতে থাকে নোমান, এনমকি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর মামলাটি করে প্রেমিকা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আব্দুল্লাহ আল নোমানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
দীপক কুমার সরকার/এমকে