সূচক ও লেনদেনে উত্থান

১০ মার্চ ২০২২

সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে।  বড় উত্থান হয়েছে সূচক ও লেনদেনে। বুধবার (৯মার্চ) দেশের দুই শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিস্থিতি এমনই দেখা গেছে।

ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে  দর বেড়েছে ৩৬৫টির, কমেছে ৩টির এবং  বাকি ১০টির অপরিবর্তিত ছিল। সূচক তিনটির মধ্যে ডিএসইএক্স ১৫৫ দশমিক ৭৩, ডিএসইএস ৩০ দশমিক ৩৯ ও ডিএস৩০ সূচক ৪১ দশমিক ৫২ পয়েন্ট বৃদ্ধি পায়। লেনদেন শেষে এ তিন সূচক অবস্থান করে যথাক্রমে ৬ হাজার ৬৩০ দশমিক ৪৭, ডিএসইএস এক হাজার ৪২৯ দশমিক ৪৭ ও দুই হাজার ৪১৫ দশমিক ৫৯ পয়েন্টে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ২৬ কোটি ৯২ লাখ টাকা, লেনদেন হয় ৭৭৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ৯ লাখ টাকার।

বুধবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড  শীর্ষে উঠে আসে, ৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে সিএসইতে ২৯৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৩২টির এবং ১১টি অপরিবর্তিত থাকে। সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২২৬ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪০ দশমিক ৯৮ পয়েন্টে ও সিএএসপিআই ৩৮২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪০০ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ২৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ২২ কোটি ২ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর