ইরানি বাহিনীতেও ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন

০৫ মার্চ ২০২১

বিদেশ থেকে আমদানি করতে না পারলেও ইরান নিজেরাই এখন তৈরি করছে ভয়ঙ্কর সব সমরাস্ত্র। ওই তালিকায় এবার যোগ হতে চলেছে কামান-২২ ড্রোন।

ইরানি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের রিপার ড্রোনের আদলে তৈরি ড্রোনটি তাদের বাহিনীতে যোগ হচ্ছে। এটি বোমা ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম বহন করতে সক্ষম।

তিনি জানান, কামান-২২ ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি একটানা প্রায় ২৪ ঘণ্টা উড়তে পারে এবং এই সময় আরও বাড়ানো সম্ভব। অত্যাধুনিক এই ড্রোন অনেক দূরে গিয়ে শত্রুর অবস্থান শনাক্ত করা, ছবি তোলা, বোমাবর্ষণসহ নানা তৎপরতা চালাতে পারবে। এর ফলে ড্রোনটি ইরানি বিমান বাহিনীর সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

পার্স টুডে ও উইঅন


মন্তব্য
জেলার খবর