তাজমহলে বোমাতঙ্ক

০৫ মার্চ ২০২১

ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলে বোমাতঙ্কের কারণে সেখান থেকে পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া সাময়িক সময়ের জন্য তাজমহল বন্ধও রাখা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে ।

এতিহ্যবাহী এই নিদর্শনে বোমা রয়েছে এমন খবর জানিয়ে উত্তরপ্রদেশের পুলিশের কাছে বৃহস্পতিবার সকালে একটি ফোনকল আসে। এরপরই সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়।

তাজমহলের ভেতরে বোমা থাকার বিষয়টি খতিয়ে দেখে কর্তৃপক্ষ। তবে এমন কোনো কিছু না থাকায় স্থানীয় সময় বেলা ১১টার কিছু সময় পর থেকেই আবারও পর্যটকদের সেখানে প্রবেশের অনুমতি দেয়া হয়।

এনডিটিভি


মন্তব্য
জেলার খবর