মন্তব্য
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২ এপ্রিল থেকে সীমিত পরিসরে নিউইয়র্কের কিছু থিয়েটার আবারো খোলার অনুমতি দেয়া হয়েছে। গত বছরের ১২ মার্চ থেকে এসব থিয়েটার বন্ধ রয়েছে।
নিউইয়র্কের গভর্নর স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে গভর্নর এন্ড্রু কুমো বলেন, ‘থিয়েটারে সর্বোচ্চ একশ জনের ধারণ ক্ষমতা থাকবে। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক থাকবে। তবে আউটডোর ও শো গুলোতে ২শ’ লোকের ব্যবস্থা রাখা যাবে।’
ফোর্বস