মদসহ স্বামী-স্ত্রী, ইয়াবাসহ যুবক আটক

০৫ মার্চ ২০২১


নড়াইল সংবাদদাতা


নড়াইলে পৃথক অভিযানে মদসহ স্বামী-স্ত্রী এবং ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে  তাদের আটক করা হয়। স্বামী-স্ত্রীর কাছে থেকে ১৫ লিটার মদ আর যুবকের কাছে থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকরা হচ্ছেন- ছোট কালিয়া এলাকার রবি দাস  ও তার স্ত্রী রানী দাস  এবং কালিয়া পৌরসভার রামনগর এলাকার প্রদীপ কুমার। কালিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, এই মদ বিভিন্ন কোম্পানির পানির বোতলে ভরে বিক্রির জন্য রাখা হয়েছিল। আটকরা দীর্ঘদিন ধরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা  হয়েছে।
 

এফকে/এমকে


মন্তব্য
জেলার খবর