মন্তব্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বৃহস্পতিবার বিকালে এই টিকা নেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। প্রধানমন্ত্রীসহ এক লাখ ২১ হাজার ১০ জন টিকা নিয়েছেন এই দিন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, টিকা নেওয়ার সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার ছোটবোন শেখ রেহানা। শেখ রেহানাও টিকা নিয়েছেন,গত ২৪ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ মার্চ) পর্যন্ত দেশে মোট ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন এবং নারী ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন। সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।
এমকে