বেড়েছে সূচক,  কমেছে লেনদেন

০৫ মার্চ ২০২১

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)উত্থান হয়েছে সব সূচকের। বেড়েছে বাজার মূলধনের পরিমাণও। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬৮ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা। লেনদেন হয় ৩৫৭টি কোম্পানির শেয়ার।

 

এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০০টির,কমেছে ১৫০টির এবং বাকি ১০৭টির  শেয়ারদর অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৭০৭ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। বুধবার এই লেনদেনের পরিমাণ ছিল ৭৭৫ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা।বৃহস্পতিবার ১৭ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৬৩০টি শেয়ার এক লাখ ৩২ হাজার ৬৯৪ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের চিত্র দেখা গেছে লেনদেনে। প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৭০ পয়েন্ট  বেড়ে পাঁচ হাজার ৫১৫ দশমিক ৭৮ পয়েন্টে পৌঁছায়, ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪৮ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে, আর ডিএস৩০ সূচক ২০ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ১১২ দশমিক ৬৮ পয়েন্টে স্থির হয়।  বাজার মূলধন এক হাজার ৬৮৫ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ ৭৩ হাজার ৯৫ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।  ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল রহিমা ফুড লিমিটেড। 

 

এমকে


মন্তব্য
জেলার খবর