আঞ্চলিক অটোমোবাইল শিল্প উৎপাদনকেন্দ্রে পরিণত হবে বাংলাদেশ

০৫ মার্চ ২০২১

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আঞ্চলিক অটোমোবাইল শিল্প উৎপাদনের কেন্দ্রে পরিণত করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বৃহস্পতিবার (৪ মার্চ ) ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ইফাদের কারখানায় এসি, নন-এসি লাক্সারি বাস তৈরি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।

 

শিল্পমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় ইতোমধ্যেই অটোমোবাইল শিল্পের বিকাশে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। শিগগিরই এর খসড়া অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করা হবে। তিনি বলেন, জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি দেশে উৎপাদন করাই সরকারের অন্যতম লক্ষ্য। অটোমোবাইল শিল্পের বিকাশে প্রকৃত অর্থেই ওই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গাড়ি সংযোজনকারী দেশের গণ্ডি পেরিয়ে গাড়ি উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু।বক্তব্য দেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুন্সী শাহাবুদ্দিন আহমেদ প্রমূখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর