ইউক্রেনে ৫ শ’রও বেশি বেসামরিক নিহত : জাতিসংঘ

১০ মার্চ ২০২২

গত দুই সপ্তাহ ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এতে অসংখ্য স্থাপনা বিনষ্ট হয়েছে। এছাড়া অসংখ্য মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মতে, ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকে ১ হাজার ৪১২ জন বেসামরিক হতাহত হয়েছে। এর মধ্যে ৫১৬ জন নিহত ও ৯০৮ জন আহত হয়েছে।

 

তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, তারা বিশ্বাস করে প্রকৃত পরিসংখ্যান আরো অনেক বেশি।

 

এতে বলা হয়েছে, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাসহ বিস্ফোরক অস্ত্রের কারণে। তবে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া।

 

এদিকে বুধবার ইউক্রেনের মারিউপোলের একটি ‌‘মা ও শিশু হাসপাতালে’ রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়।


মন্তব্য
জেলার খবর