মন্তব্য
পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিজের বোরো ধানের ক্ষেতে বিদ্যুতচালিত মোটরের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষক মারা গেছেন। শুক্রবার (৫ মার্চ) সকালে গবরাগছ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ওই কৃষকের নাম জাহিদ হক, তিনি স্থানীয় বাসিন্দা ইসমাইল হকের ছেলে। শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের লোকজনের বরাত দিয়ে চেয়ারম্যান আরও জানান, ক্ষেতটি তার বাড়ির পাশেই। জাহিদের ছেলেই তাকে পড়ে থাকতে দেখেন। এরপর অচেতন অবস্থায় তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জাহিদের মৃত্যুতে তার পরিবারে মাতম চলছে।
এএন/এমকে