পরাজয় দিয়ে রোড সেফটি সিরিজ শুরু বাংলাদেশের

০৬ মার্চ ২০২১

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ  শুরু করেছে বাংলাদেশ লিজেন্ডস। প্রথমে ব্যাটিং করে ১১০ রানের টার্গেট দেয় রফিক-পাইলটরা। কোনো উইকেট না হারিয়েই সে তার্গেটে পৌঁছে যায় শচিন-শেভাগরা। শুক্রবার ভারতের রায়পুরের শহীদ বির নারায়ণ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

দুই ওপেনার বিরেন্দ্র শেওয়াগ ও শচীন টেন্ডুলকার মাত্র ১০ ওভার ১ বল ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেওয়াগ ৩৫ বলে ৮০ ও শচীন ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে  টস জিতে ব্যাটিং করতে নেমে নাজিম উদ্দিনের ৪৯ রানে ভর করে ১০৯ রান করে বাংলাদেশের  সাবেক ক্রিকেটাররা। ২ ওপেনার জাভেদ ওমর ও নাজিম উদ্দিন দারুণ শুরু এনে দেন। ১২ রানে জাভেদ আউট হয়ে গেলে ৫৯ রানে ভাঙে ওপেনিং জুটি।

এরপর নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। একাই লড়ছিলেন নাজিমউদ্দিন। তিনি ৩৩ বলে ৮টি চার ও ১টি ছয়ের মারে ৪৯ রান করেন। দলীয় ৭১ রানে তিনি সাজঘরে ফেরেন। এরপর বাকি ৩৮ রানে বাংলাদেশ হারায় ৮ উইকেট। ১২ রান আসে রাজিন সালেহর ব্যাট থেকে। আর কেউই ২ অঙ্কের ঘরে যেতে পারেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা ও যুবরাজ সিং।

 

আরআই


মন্তব্য
জেলার খবর