২৪ ঘণ্টায় ৬৩৫ করোনা রোগী শনাক্ত

০৬ মার্চ ২০২১

নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৩৫ জনের, মারা গেছেন করোনা আক্রান্ত ৬জন, আর সুস্থ হয়েছেন ৬৭৬জন। করোনা শনাক্তের হার চার দশমিক ৬৩।দেশে ২৪ ঘণ্টার করোনা পরিস্থতি সম্পর্কে শুক্রবার (৫ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।  

 

করোনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৯ হাজার ১৮৪ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৪৪১ জন। সুস্থ হয়েছেন পাঁচ লাখ এক হাজার ১৪৪ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ১৯ হাজার ৩১টি। শনাক্তের হার ১৩ দশমকি ৩৩।

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৭৯টি, পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭১০টি।  মৃত ৬ জনের মধ্যে পুরুষ চার জন, নারী দুই জন। বিভাগভিত্তিক ঢাকায় তিন জন, চট্টগ্রামে  দুই জন আর খুলনায় একজন রয়েছেন । সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর