বাটির মূল্য ৫ লাখ ডলার!

০৬ মার্চ ২০২১

মাত্র ৩৫ ডলার দিয়ে কেনা একটি চীনামাটির পাত্রের সম্ভাব্য বিক্রয় মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ মার্কিন ডলার। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের উত্তরপশ্চিমাঞ্চলে। সেখানের একজন ক্রেতা পুরনো জিনিসপাতির দোকান থেকে সূক্ষ্ম ফুলের কাজ করা একটি চীনা মাটির বাটি সংগ্রহ করেন।

সম্রাট ইয়াংলির কোর্টের জন্য এটি তৈরি করা হয়েছিল। ১৪০২ থেকে ১৪২৪ সাল পর্যন্ত মিং রাজবংশের এই সম্রাটের শাসনকাল ছিল। বিশ্বে এ রকম মাত্র ছয়টি বাটি আছে। এগুলো খুবই বিরল। সাতটি বাটির মধ্যে চারটি ছিল জাদুঘরে, দুটি তাইওয়ানে, দুটি লন্ডনে ও একটি তেহরানে।


মন্তব্য
জেলার খবর