ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশটির বিধান সভায় দাঁড়িয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নির্বাচনের প্রচারের সময় নন্দীগ্রামে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।
বুধবার বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার সময় এ তথ্য জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।’
মুখ্যমন্ত্রী এ দাবি করার সময় বিজেপি বিধায়করা কোনো প্রতিবাদ করেননি। তবে পরে সংবাদ সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আসলে নন্দীগ্রামে হারের যন্ত্রণা উনি ভুলতে পারছেন না। বারবার সেই যন্ত্রণা থেকে এসব বলে চলেছেন।’ এ সময় মমতাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলেও কটাক্ষ করেন শুভেন্দু।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন মমতা। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২,০০০ ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। পরে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদ ধরে রাখেন মমতা।
সূত্র : হিন্দুস্তান টাইমস