১১৮ বছরের বৃদ্ধা ধরবেন মশাল

০৬ মার্চ ২০২১

চলতি বছরের মে মাসে জাপানে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক গেমস। আর এ অলিম্পিকের মশাল ধরতে যাওয়া সবচেয়ে বেশি বয়সী মানুষ হতে যাচ্ছেন জাপানের কানে তানাকা নামের এক নারী। ১১৮ বছর বয়সী এই বৃদ্ধা আধুনিক অলিম্পিকের বয়সের প্রায় সমবয়সী । 

এ বছর জাপানের ফুকুওকার অলিম্পিকে মশাল নিয়ে হাঁটবেন বিশ্বের প্রবীণতম এই নারী। এ ক্ষেত্রে তানাকার পরিবার তাকে ১০০ মিটার হুইলচেয়ারে করে পাঠাবেন। তারপর মশাল হাতে কয়েক পা হাঁটতে দেখা যাবে তাকে।

সিএনএন


মন্তব্য
জেলার খবর