মন্তব্য
পরিবেশবান্ধব যেকোনো তৎপরতা ধর্মীয় ও বিপ্লবী দায়িত্ব হিসেবে বিবেচিত হয় এবং এ দায়িত্ব পালনে কার্পণ্য করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনী। শুক্রবার ইরানে ‘বৃক্ষরোপণ দিবস’ ও ‘প্রাকৃতিক সম্পদ সপ্তাহ’ উপলক্ষে নিজের হাতে দুটি ফলের গাছ লাগানোর পর এ মন্তব্য করেন।
এ সময় আয়াতুল্লা খামেনী বলেন, উদ্ভিদ, লতা-পাতা ও সবুজের সমারোহ মানুষের জীবনের অতি জরুরি বিষয় এবং তা মানব সভ্যতা বিনির্মাণে সহায়তা করে।
ইসলামে বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে সদাকায়ে জারিয়ার সওয়াব লাভ করা যায় এবং একজন মানুষ মারা যাওয়ার পরও ওই বৃক্ষের মাধ্যমে মানবজাতি যতদিন উপকৃত হতে থাকে ততদিন তার রুহের ওপর সওয়াব পৌঁছাতে থাকে।