মন্তব্য
সার্জারি করে বিশ্বের বৃহত্তম গাল বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ইউক্রেনের মডেল আনাসতাসিয়া পোকরেশচুক।
গত ছয় বছর ধরে কয়েক দফায় সার্জারি করে আগের স্বাভাবিক সুন্দর মুখায়বকে পুরোপুরি পাল্টিয়েছেন তিনি।
২৬ বছর বয়সেও মাথায় লম্বা বাদামি চুল, মুখে হালকা মেকআপ, সব মিলিয়ে স্বাভাবিক সুন্দরী ছিলেন তিনি।
মিরর ও দ্য সান