ওটিটি প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি!

০৬ মার্চ ২০২১

নেটফ্লিক্স বা আমাজনের মতো ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত চলচ্চিত্র বা টেলিভিশন শো জনসমক্ষে আসার আগে সেগুলোর স্ক্রিনিং বা বাছাই করা দরকার বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার এক মামলার পর্যবেক্ষণে এমনটা জানান সুপ্রিম কোর্ট। এদিন আদালত বলেন, ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত কয়েকটি সিরিজ বা ফিল্মে ‘পর্নোগ্রাফি’ আছে।  এদিন সুপ্রিম কোর্টে আমাজন প্রাইম ভিডিওতে প্রদর্শিত সিরিজ ‘তাণ্ডব’কে ঘিরে বিতর্ক নিয়ে একটি আবেদনের শুনানি ছিল। 

 বিচারপতি অশোক ভূষণ জানান, এখন ইন্টারনেট ও ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখা খুবই সাধারণ ব্যাপার, তবে কিছু নিয়ন্ত্রণ প্রয়োজন।  বিচারপতি রেড্ডি বলেন, একটা ভারসাম্য দরকার। কারণ মাঝে মাঝে ওটিটি প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি দেখানো হয়।

টাইমস অব ইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর