মন্তব্য
হোস্টেলে ঢুকে মেয়েদের নগ্ন করে নাচানোর অভিযোগ উঠেছে ভারতীয় পুলিশের বিরুদ্ধে। দেশটির মহারাষ্টের রাজ্যের জলগাঁও এলাকার একটি হোস্টেলে ভয়াবহ এ নির্যাতনের ঘটনা ঘটেছে।
জলগাঁও এলাকার এক হোস্টেলের কিছু বসবাসকারী অভিযোগ আনেন, তদন্তের নাম করে পুলিশ ও বাইরের কিছু লোক হোস্টেলে ঢুকে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করছে। ছাত্রীদের জোর করে পোশাক খুলিয়ে নাচে বাধ্য করেছে পুলিশ কর্মীরা।
নিউজ এইটিন