মন্তব্য
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর জানান, খুব বড়সড় অনুষ্ঠান করে বিয়ে করতে রাজি নন তিনি। সীমিত সংখ্যক লোকজন, মানে ঘনিষ্ঠদের নিয়েই তিনি বিয়ে করতে চান।
এ ছাড়া তিনি বিয়ের দিন কাঞ্জিভরম শাড়ি পরতে চান, সঙ্গে থাকবে স্বর্ণের অলংকার এবং চুলে থাকবে গাজরা।
অপরদিকে জাহ্নবীর জীবন সঙ্গীর পরনে থাকতে হবে লুঙ্গি। সেই সঙ্গে খাবারের মেন্যুতেও জাহ্নবী রাখতে চান দক্ষিণী খাবার। যেমন- ইডলি, সাম্বার, কার্ড রাইস সহ আরও অনেক কিছু।