মন্তব্য
ঐতিহাসিক ৭ মার্চ নানা আয়োজনে দেশের ৬৬০ থানায় একযোগে উদযাপন করবে দেশের পুলিশ বাহিনী। শুক্রবার (৫ মার্চ) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
আইজিপি বলেন, বিকাল ৩টায় একযোগে উদযাপন করা হবে। সব থানার বাইরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন ও মিষ্টি বিতরণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সবাই অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রশাসনসহ নেতারা উপস্থিত থাকবেন।
আইজিপি আরও বলেন, ২০০৮ সালের পর দেশের উন্নয়নে আমুল পরিবর্তন এসেছে। দারিদ্র অনেক কমেছে, এখন মিউজিয়ামে যাওয়ার উপক্রম। আগে সবাই বলতো- ইলেক্ট্রিসিটি কবে আসবে, এখন বলে- কবে যাবে। দেশের এসব উন্নয়নকেই উদযাপন করবে পুলিশ।
এমকে