নড়াইল সংবাদাতা
দক্ষিণের জেলা নড়াইলে নতুন উপজেলা ‘চাঁচুড়ী-পুরুলিয়া’ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুরে চাঁচুড়ী বাজার এলাকায় চাঁচুড়ী-পুরুলিয়া উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে এসব কর্মসূচি পালন হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্যা।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলা সদরের সঙ্গে চাঁচুড়ী-পুরুলিয়া এলাকাসহ ৮টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বেশ নাজুক। ফলে কালিয়া উপজেলার এসব এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে না। বক্তব্য দেন- চাঁচুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরক, আওয়ামী লীগের স্থানীয় নেতা জাকাতুর রহমান ও আলমগীর হোসেন প্রমূখ। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে নতুন এই উপজেলা বাস্তবায়নের দাবিতে একাধিকবার মানববন্ধন, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন এলাকাবাসী।
এফকে/এমকে