সম্পর্ক চুকেবুকে গেছে। তাই আর স্মৃতিও ধরে রাখতে চান না সামান্থা রুথ প্রভু। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, সাবেক স্বামী নাগা চৈতন্যকে বিয়ের শাড়ি ফের পাঠিয়েছেন সামান্থা। বিয়েতে সাদা রঙের যে শাড়িটি সামান্থা পরেছিলেন সেটি ছিল নাগার দাদির।
একসঙ্গে ছবি করতে গিয়ে সম্পর্ক তৈরি হয় সামান্থা-নাগার। পরে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু বিয়ের চার বছরের মাথায় সে সম্পর্ক ভেঙে গেছে। ২০২১ সালের ২ অক্টোবর যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন সামান্থা-নাগা জুটি।
ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, খোলামেলা দৃশ্যে সামান্থার অভিনয় নিয়ে নাগার সঙ্গে আপত্তি জানিয়েছিলেন তার মা-বাবাও। পুত্রবধূকে নাকি ‘সাহসী’ ভূমিকায় পর্দায় দেখতে আপত্তি ছিল তাদের। তবে বিবাহবিচ্ছেদ নিয়ে অকপট হলেও নিজের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কোনও কথা বলেননি সামান্থার শ্বশুর নাগার্জুন।