মন্তব্য
বৈশাখের প্রথম দিনে দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃটিও হতে পারে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
জায়গা হিসেবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কথা বলা হয়েছে। তবে রাজধানী ঢাকা শহরে দিনের বেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন এবং রাতের তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজারহাটে ৯৭ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে রাজশাহীতে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।