দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ-২, আটক-৪

১৪ এপ্রিল ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘটিত সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন।  এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কবির মঞ্জু, আনোয়ার গাজী, নূরন্নবী ও আব্দুল সাত্তার। বাকিজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে প্রথম ‍দু‘জন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল ও স্থানীয় বাসিন্দা কবির মঞ্জু গ্রুপের সঙ্গে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর