মন্তব্য
করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর রাজধানী ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আবারো বসেছে বৈশাখী মেলা, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বৃহস্পতিবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন।
মেলায় ঐতিহ্যবাহী জামদানি, তাঁতের শাড়ি, হরেক রকমের পাটপণ্যের পাশাপাশি কাঠের পুতুল, মাটির টেপা পুতুল, বাঁশ ও বেতের তৈরি নানা পণ্যসহ কারুপণ্য বিক্রি হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা খোলা থাকবে মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে যৌথভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমি এ মেলার আয়োজন করেছে।
এমকে